নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদারও
সিলেটের কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। সোমবার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার নিজ চাউরা উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের বাসিন্দা মাওলানা ফখরউদ্দিন (৬০) ও তার নাতি আরিফুল ইসলাম (১০)। আরিফুল নিজ চাউরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রুহুল আমীন প্রবাসে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল আরিফুল। বাড়ি যেতে খেতের জমি পেরোতে হয়। জমির আলের পাশে একটি বিদ্যুতের খুঁটি, সেই খুঁটি থেকে বাড়ির দূরত্ব ৩০-৪০ গজ। বাড়ি ফেরার পথে পড়ে থাকা ওই বিদ্যুতের খুঁটির ছিঁড়ে থাকা তার আরিফুলের শরীরে লাগে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে ওঠে শিশুটি। তার চিৎকার শুনে দাদা ফখরউদ্দিন নাতিকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্থানীয় কয়েকজন বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পর দাদা-নাতিকে উদ্ধার করেন। তবে তার আগেই দুজনের মৃত্যু হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিদ্যুতের তারটি বাতাসে কিংবা কোনো কারণে খুঁটি থেকে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। আরিফুল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ছিঁড়ে থাকা তার লেগে বিদ্যুতায়িত হয়। এ সময় নাতিকে বাঁচাতে গিয়ে দাদা ফখরউদ্দিনও বিদ্যুতায়িত হন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
আরএআর