বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত
মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুর রহিম (২৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ৫০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
নিহত আব্দুর রহিম কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১ ওয়াদুল হকের ছেলে। সে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে আসছিল বলে দাবি বিজিবির।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তের নতুন ব্রিজ নামক এলাকায় কিছু অস্ত্রধারী ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির অবস্থান টের পেয়ে তারা গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে তারা পালিয়ে যায়।
পরে পাহাড়ি এলাকা তল্লাশি করে এসব ইয়াবা ও অস্ত্রসহ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এমএসআর