ঘুষ দিতে না পারায় জমি রেজিস্ট্রি হয়নি প্রতিমন্ত্রীর
বাউল গান, সাপ খেলা আর কথামালার মধ্য দিয়ে যশোরে তথ্য অধিকার বিষয়ে মানুষকে সচেতন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের বটতলা উন্মুক্ত প্রাঙ্গণে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরডিআই’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কখনও মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি একটি অফিস দেখছি এখানে। সেখানে লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এই তথ্য কি সঠিক? সাব রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি। আমি এই উপজেলার একজন জনপ্রতিনিধি, তাই এই অবস্থা! তাহলে জনগণের কি অবস্থা!
এর আগে, ‘ময়রম, নবিসন হেকমত ভাই/ ঠ্যাকা খাউয়া তথ্য জানতে চায়/ তথ্য ছাড়া বাঁচার উপায় নাই...’ দোতারা হাতে মজিদ বাউলের এই গান দিয়ে জনসচেতনতা সমাবেশ শুরু হয়। এরপর স্বরোজিৎ মন্ডলের কণ্ঠে গাওয়া হয় ‘দুর্নীতিও সাপের মতো কাটছে বারেবার/ছোবল থেকে বাঁচার উপায় তথ্য অধিকার’এই গানের তালে তালে নেচে নেচে অসংখ্য জীবন্ত সাপ নিয়ে খেলা দেখান একজন সাপুড়িয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন মণিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী, জলি আকতার, এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, যশোর থেকে প্রকাশিত গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন প্রমুখ। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এই জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।
জাহিদ হাসান/আরএআর