বুড়িচংয়ে সাপের দংশনে স্কুলছাত্রীর মৃত্যু
কুমিল্লার বুড়িচংয়ে সাপের দংশনে মরিয়ম আক্তার তন্বী (৭) নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
তন্বীর চাচা বাকশীমূল ইউনিয়ন ৩ ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাসান এ কথা জানিয়েছে। তিনি জানান, তন্বী বাড়ির পাশে খেলছিল, এ সময় তাকে সাপে দংশন করে, সন্ধ্যা সাড়ে সাতটায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
সে বুড়িচং উপজেলার বাকশীমুল পূর্বপাড়ার ওমান প্রবাসী মাহে আলমের মেয়ে এবং স্থানীয় বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বাকশীমূল মাদরাসার শিক্ষক মো. মফিজুল ইসলাম বলেন, বিকেলে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে গেলে সাপে কামড় দেয়। ঘটনার সাথে সাথে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান সাপের কামড়ের চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়। পরে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু চৌদ্দগ্রাম পৌঁছানোর পর ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সাপে কামড়ে স্কুলছাত্রী মারা গেছে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, সাপে কামড়ের চিকিৎসা কুমিল্লা সদর হাসপাতালে করানো হয়। কী কারণে তাকে চট্টগ্রাম পাঠানোর কথা বলেছে তা জানা নেই। সদর হাসপাতাল ছাড়াও কয়েকটি উপজেলাতে সাপে কামড়ের চিকিৎসা চালু হয়েছে।
অমিত মজুমদার/এনএফ