সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৮১৮ নমুনা পরীক্ষা করে নতুন ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৬ শতাংশ। এই সময় আক্রান্ত হয়ে তিনজন মারা যান।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সিলেটে ২২ জন, সুনামগঞ্জ ১, হবিগঞ্জে ৩ এবং মৌলভীবাজারে ৮ জন শনাক্ত হন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২২৯, হবিগঞ্জে ৬ হাজার ৬১৪ এবং মৌলভীবাজারে ৮ হাজার ৭০ জন রয়েছেন।
এদিকে করোনায় মৃত দুইজন সিলেট জেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও একজন। বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৫১ জন।
এর মধ্যে সিলেট জেলার ৮৪৪ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৭ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৬ জন।
তুহিন আহমদ/এমএসআর