নড়াইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
নড়াইলে মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে নড়াইলের জেলা দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় প্রদান করেন।
জানা গেছে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর জেলা পুলিশের গোয়েন্দা শাখা নড়াইল সদরের লস্করপুর গ্রামে রিক্তা পারভীনের বসতবাড়িতে অভিযান চালায়। পরে রান্নাঘর থেকে ৬৪ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্রাম গাঁজাসহ রিক্তা পারভীনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে নড়াইল সদর থানায় চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রিক্তা পারভীনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
অপর ৩ আসামি সুরভী খাতুন, শহিদুল ইসলাম ও বাশার শেখের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মিলন/এমএসআর