কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা ও বীজ বিতরণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে কানাইঘাট উপজেলায় ২০০ পরিবারের মধ্যে নগদ ৯ লাখ টাকা ও ৮ ধরনের ২০০ প্যাকেট সবজি বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা দুইটায় কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মধ্যে নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়।
সাতবাক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, রেড ক্রিসেন্ট সব সময়ই অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করতে আমরা নগদ অর্থ ও বীজ বিতরণ করছি। আশা করি এতে সবাই লাভবান হবেন।
সোসাইটির সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক যুব প্রধান মো. নাজিম খানের পরিচালনায় সাতবাক ইউপির চেয়ারম্যান মো. আব্দুল মান্নান স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ডাক বিভাগ সিলেটের কর্মকর্তা লীফটন রঞ্জন তালুকদার, বাবলু রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হারিছ, ইউপি সদস্য আব্দুল নুর, ছাব্বির আহমেদ, রইছ উদ্দিন, হেলাল উদ্দিন মামুন, সফিক আহমেদ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য সোয়েব আহমদ, রেড ক্রিসেন্ট উপপরিচালক আব্দুস সালাম, আইএফআরসির প্রতিনিধি জিয়াউল হক হিমেল, জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, শান্ত হোসেন রাব্বি।
এনএ