নোয়াখালীতে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ
নোয়াখালীকে নিয়ে ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট বাজারের রুপালী চত্বরে এসে শেষ হয়।
এ সময় বক্তারা নোয়াখালী ও মেয়র আব্দুল কাদের মির্জাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় নিক্সন চৌধুরীকে শিগগির নোয়াখালীর মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে কোম্পানীগঞ্জে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে ১৭ জানুয়ারি নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ‘পাগল’ আখ্যায়িত করে পাবনায় আটকে রাখার জন্য সরকারকে অনুরোধ করেছেন এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন।
তিনি বলেন, ‘পাগলারে পাবনায় আটকান। নইলে এমন গণধোলাই খাবেন, পালানোর পথ পাবেন না। পাগলদের স্থান রাস্তায় না। সরকারকে অনুরোধ করি, পাগলকে পাবনা পাঠানোর ব্যবস্থা করুন।’
কাদের মির্জার উদ্দেশে নিক্সন চৌধুরী বলেন, ‘পাগলারেও আমি চিনি না, জীবনে দেহি নাই, জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না।’
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার (১৭ জানুয়ারি) বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে নিক্সন চৌধুরী এই মন্তব্য করেন।
পরে এমপি নিক্সন চৌধুরীর বক্তব্যের বিষয়ে আব্দুল কাদের মির্জা বলেন, ‘কত বড় ঔদ্ধত্য সে দেখায়। ১৬ তারিখের নির্বাচনে মানুষ ৭৭ শতাংশ ভোট দিয়ে তাদের জবাব দিয়ে দিছে। এর জবাবও মানুষ দিয়ে দিবে। এই ছেলের বিষয়ে আমি আর কী মন্তব্য করব।’ তিনি বলেন, ‘সে তো দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
মেয়র কাদের মির্জা বলেন, ‘নিক্সন চৌধুরী এসি ল্যান্ডকে গালি দিয়েছে। তার বিরুদ্ধে মামলা করেছে ইউএনও। এই ছেলে এলোমেলো কথাবার্তা বলে, তাকে কী জন্য যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ঢুকানো হয়েছে, আমি জানি না।’
এমএসআর