প্রধানমন্ত্রীর বক্তব্যে দুর্নীতিবাজরা উৎসাহিত হয়েছে : প্রিন্স
প্রধানমন্ত্রীর বক্তব্যে দুর্নীতিবাজদের উৎসাহিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় বিএনপির কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর শাবল-হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে, এমন বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের উৎসাহিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি প্রশাসনের দুর্নীতিবাজদের সার্টিফিকেট দিয়েছেন। কারণ, আবারও তারা প্রশাসনকে খুশি করে আরেকটি ভোটারবিহীন নির্বাচন করতে চায়।
কিন্তু আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। আর কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে করতে দেওয়া হবে না। রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে, বলেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আখতারুল আলম ফারুক, শুকুর মাহমুদ ববি, ত্রিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।
উবায়দুল হক/এনএ