হাওরে ঘুরতে গিয়ে ঢাকার ব্যবসায়ী নিখোঁজ
কিশোরগঞ্জের সুবিস্তৃত হাওর এখন অবাধ জলরাশিতে কানায় কানায় পূর্ণ। ছুটির দিনে মানুষ হাওরের জলে একটু শরীর ভেজানোর জন্য ছুটে আসছে। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের এক দল সহপাঠীর সঙ্গে কিশোরগঞ্জে হাওরে ঘুরতে এসেছিলেন সৈয়দ জাহিরুর রহমান সাগর (৪৫) নামে এক ব্যবসায়ী। তবে হাওর থেকে ঢাকার গাড়িতে ওঠার সময় নিখোঁজ হন তিনি।
গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে জেলার নিকলী-মিঠামইন হাওরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী।
নিখোঁজ ব্যবসায়ী সৈয়দ জাহিরুর রহমান সাগর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী।
নিকলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিন থাকায় ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী কয়েকজন বন্ধুর পরিবারের সদস্য শিশু ও নারীসহ মোট ৫০ জনের সঙ্গে কিশোরগঞ্জ হাওরে ঘুরতে আসেন সাগর। সকালে জেলার নিকলী বেড়িবাঁধ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বন্ধুদের সঙ্গে মিঠামইনের হাওরে ঘুরতে যান সাগর। মিঠামইন অল ওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন পয়েন্ট ঘুরে রাত সাড়ে ৮টার দিকে নিকলীতে ফেরেন তারা। ঢাকায় ফেরার জন্য গাড়িতে ওঠার সময় অন্য বন্ধুরা সাগরকে খুঁজে পাননি। এ সময় তারা নিকলী থানায় বিষয়টি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিকলী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন। সাগরকে উদ্ধারে হাওরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। তবে সাগরের হদিস এখনও মেলেনি।
নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী জানান, রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল যায়। ধারণা করা হচ্ছে মিঠামইন থেকে নিকলী আসার পথে চলন্ত ট্রলার থেকে পড়ে গিয়ে হয়তো তিনি নিখোঁজ হয়েছেন। ট্রলারে তার ব্যবহৃত ব্যাগ ও মোবাইল ফোনটি পাওয়া গেছে। সব দিক মাথায় রেখে আপাতত তাকে উদ্ধারে বিভিন্ন স্পটে অভিযান চালানো হচ্ছে।
এসকে রাসেল/আরএআর