১১ বছর পর রায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
জয়পুরহাটের পারিবারিক জজ আদালতের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)।
বুধবার (৮ সেপ্টেম্বর) র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিন সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশ হতে তাকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত গ্রেফতার ওই আসামির নাম দেলোয়ার হোসেন। তিনি সদর উপজেলার পাথুরিয়া গ্রামের মৃত অয়েন উদ্দিনের ছেলে।
রুহ-ফি-তাহমিন তৌকির ঢাকা পোস্টকে বলেন, ২০১০ সালে হওয়া একটি পারিবারিক মামলা চলতি বছরের আগস্টে রায় হয়। এতে দেলোয়ার হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি দেলোয়ার পলাতক ছিলেন। বুধবার সকালে তাকে গ্রেফতারের পর জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, পারিবারিক মামলায় আদালত থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
চম্পক কুমার/ওএফ