দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নদী পার হওয়ার জন্য অপেক্ষা করছে শত শত যানবাহন। প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়া এবং বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের গাড়ি এই রুট হয়ে যাওয়ায় চাপ বেড়েছে এই ফেরিঘাটে। এতে ফেরিতে ওঠার জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে পরিবহনগুলোকে। এ অবস্থায় ভোগান্তি বেড়েছে পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারীদের।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায় ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পর্যন্ত গাড়ির লম্বা সারি তৈরি হয়েছে। প্রায় দুই কিলোমিটার এলাকায় ২ শতাধিক গাড়ি নদী পার হওয়ার অপেক্ষায় আছে।
ফেরিঘাটের যানজট এড়াতে ঘাট থেকে ১৩.৫ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর এলাকার নতুন রাস্তা পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় প্রায় ৩০০ অপচনশীল পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। সেখানে আশপাশে খাবার হোটেল ও শৌচাগার না থাকায় বিপাকে পড়েছেন সেসব ট্রাকের চালক ও সহকারীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
মীর সামসুজ্জামান/এসপি/জেএস