নোয়াখালীতে করোনা শনাক্ত ২০ হাজার ছাড়াল
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৪ জনে। নতুন শনাক্তের হার ১৮ দশমিক ৫২ শতাংশ। নতুন করে করোনা আক্রান্ত আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জনে।
সোমবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ৩৪০টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১৮ জন, সুবর্ণচরে একজন, বেগমগঞ্জে ১৭ জন, সোনাইমুড়ী আট জন, চাটখিলে পাঁচ জন, হাতিয়ায় একজন, সেনবাগে পাঁচ জন, কোম্পানীগঞ্জে চার জন এবং কবিরহাটে চার জন রয়েছেন।
নোয়াখালীতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৪ জন। যার মধ্যে সদরের ৬ হাজার ৬৩২ জন আর বিভিন্ন উপজেলার ১৩ হাজার ৩৮৪ জন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২২২ জনের। যার মধ্যে সদরের ৩৯ জন আর বিভিন্ন উপজেলার ১৮৩ জন রয়েছে।
হাসিব আল আমিন/এসএসএইচ