গাছ বেয়ে ৫০ ফুট উঁচুতে ওঠা নারীকে নামিয়ে আনল ফায়ার সার্ভিস
সাভারের একটি বট গাছ থেকে দুই ঘণ্টার চেষ্টায় আমেনা বেগম (৫০) নামের এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বট গাছটি বেয়ে প্রায় ৫০ উঁচুতে উঠেছিলেন ওই নারী।
রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের নামাবাজার এলাকার পঞ্চবটি আশ্রমের একটি বট গাছ থেকে তাকে উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ওই গাছে ওঠেন আমেনা বেগম।
আমেনা বেগম ময়মনসিংহের গৌরিপুর উপজেলার কাশিচরণ গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার স্বামী রশিদ মিয়া অনেক আগেই মারা গেছেন।
আমেনা বেগমের ছেলে মঞ্জিল ঢাকা পোস্টকে বলেন, তার মা মানসিক ভারসাম্যহীন। তিনি মাঝে মধ্যেই বিভিন্ন গাছে ওঠেন। এর আগেও বেশ কয়েকবার তিনি গাছে উঠেছেন। কিন্তু এতো উচ্চতার গাছে তিনি আগে কখনও ওঠেননি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় ওই গাছে ওঠেন আমেনা বেগম। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে গাছ থেকে নামানো হয়।
মাহিদুল মাহিদ/এমএএস