বন্ধ সুগার মিল খুলে দেওয়ার দাবি জি এম কাদেরের
জনগণের জীবিকা বন্ধ না করে সব সুগার মিল খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেছেন, যেভাবেই হোক, ভর্তুকি দিয়ে হলেও চিনিকলগুলো খুলে দিতে হবে। হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে আছে। এটা আমাদের জন্য চরম ব্যর্থতা।
রোববার (২২ আগস্ট) দুপুরে রংপুরের বদরগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন। শ্যামপুর সুগার মিল ফটকে মতবিনিময় সভায় সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।
জি এম কাদের বলেন, দেশের সুগার মিলগুলোতে উৎপাদিত খাঁটি ও অর্গানিক চিনির চাহিদা বাইরের দেশে আকাশচুম্বী। অথচ দেশে এ বিষয়ে সরকার নীরব। সুগার মিলের মেশিনগুলোর উৎপাদনক্ষমতা কমে গেছে। কিন্তু সরকার সেগুলোর আধুনিকায়ন ও সংস্কার করছে না। আমাদের প্রশ্ন, কার স্বার্থে শিল্প-কারখানা, সুগার মিল বন্ধ করা হচ্ছে?
বরিশালে ব্যানার অপসারণকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে আনসার ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, এ ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। কিন্তু আমরা জানতে পারছি না। জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু।
আরও উপস্থিত ছিলেন শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আহসান হাবিব, রংপুর জাপার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল-মামুন, চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আকতারুল বাদশা।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর