ফরিদপুরে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে দুইজন এবং উপসর্গে দুইজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৯ জন।
একই সময়ে ২২৭ নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭০ শতাংশ। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ২৪৫ জনে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত চারজনের মধ্যে ফরিদপুরের তিনজন এবং মাদারীপুরের একজন রয়েছেন।
জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৬৩ জনের মধ্যে আলফাডাঙ্গায় ছয়জন, ভাঙ্গায় পাঁচ, বোয়ালমারীতে তিন, নগরকান্দায় দুই, মধুখালীতে তিন, সদরপুরে পাঁচ, চরভদ্রাসনে দশ, সালথায় এক এবং ফরিদপুর সদরে ২৮ জন রয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার (২১ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৩৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৯৭ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৮৯ জন।
এমএসআর