টাঙ্গাইলে বিষাক্ত অ্যালকোহল খেয়ে তিন যুবকের মৃত্যু
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিষাক্ত মদপানে (অ্যালকোহল) তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টায় উপজেলার পাঁচ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ।
নিহতরা হলেন এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে পারভেজ ও আক্কাস মিলে আরেক বন্ধু নাসিরের মনিহারি দোকানে বসে বিষাক্ত অ্যালকোহল জাতীয় তরল পানীয় পান করেন। পান করার পরই বিষক্রিয়ায় তিনজনই অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাদের পরিবারকে খবর দিলে তারা এসে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসির এবং পারভেজকে মৃত ঘোষণা করেণ। আর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. খোরশেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তিন যুবক মিথানল জাতীয় তরল কিছু খেয়েছিল। তারপরও ময়নাতদন্ত করে জানা যাবে প্রকৃত অর্থে তারা কী সেবন করেছিল।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছ।
অভিজিৎ ঘোষ/এনএ