নারকেল গাছের ওপরে দিনমজুরের মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস
বাগেরহাটের মোল্লাহাটে নারকেল গাছের ওপরে উঠে নাজির লস্কর (৫২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ৯৯৯ নম্বরের ফোন পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মোল্লাহাট উপজেলার শাসন গ্রাম থেকে ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করে।
নিহত নাজির লস্কর শাসন দক্ষিণপাড়া এলাকার আওয়াল লস্করের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে নারকেল পাড়তে গাছে ওঠেন দিনমজুর নাজির লস্কর। গাছের মাথায় বসেই হঠাৎ ঢলে পড়েন তিনি। কোনো প্রকার ডাকাডাকির উত্তর না দেওয়ায় একজন গাছের মাথায় ওঠেন। নাজির লস্করকে নারকেলের পাতার সঙ্গে বেঁধে রেখে আসেন। পরবর্তীতে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা নাজির লস্করকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজিরকে মৃত ঘোষণা করেন। ধারণা করছি তিনি গাছের মাথায় ওঠার পর স্ট্রোক করে মারা গেছেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা নাজির নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
তানজীম আহমেদ/আরএআর