একাত্তরের পরাজিত সৈনিকরা বঙ্গবন্ধু হত্যায় জড়িত : পলক
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাঙালি জাতি ও বিশ্বের ইতিহাসের একটি কলঙ্কতম দিন ১৫ আগস্ট। আজকের এই দিনে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছিল। একাত্তরের পরাজিত সৈনিক, ৭৫ এর ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন।
রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সারাজীবন জনগণের জন্য কাজ করেছেন, ২৪ বছর সংগ্রাম করেছেন বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উপহার দেওয়ার জন্য। বঙ্গবন্ধু আর ১০ দশ বছর বেঁচে থাকলে দেশ আরও উন্নত হতো। বিদেশে বঙ্গবন্ধুর যে খুনিরা লুকিয়ে আছে, তাদেরকে দেশে এনে বিচার কার্যকর করার আহ্বান জানাচ্ছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, শামীমা হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নবীর উদ্দিন ও আব্দুল ওয়াদুদ মোল্লা।
তাপস কুমার/এমএসআর