সন্ধ্যায় ঝগড়া, সকালে মিলল ঝুলন্ত লাশ
রংপুরের বদরগঞ্জে আতিকুর রহমান (৩৭) নামে এক পল্লিচিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতিকুর মাদক সেবন করতেন বলে পরিবারের অভিযোগ রয়েছে। এ নিয়ে ঘটনার আগের দিন বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়।
শুক্রবার (৬ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। আতিকুর রহমান ওই এলাকার ইউপি সদস্য ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, আতিকুর রহমান পেশায় পল্লিচিকিৎসক ছিলেন। সম্প্রতি বিভিন্ন কারণে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) বাবা ফজলুল হকের সঙ্গে তার ঝগড়া হয়। ওই রাতে নিজ শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন আতিকুর।
শুক্রবার সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর