রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটের পাশে সিলিন্ডার বিস্ফোরণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটের পাশে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে হাসপাতালের রোগীরা হুড়োহুড়ি করতে থাকে। এ সময় হাসপাতালে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সূত্র জানায়, করোনা ইউনিটের পাশে একটি কক্ষে থাকা অক্সিজেন সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাৎক্ষণিক রোগীরা ছুটাছুটি করেন। বেশ ধোঁয়াও ছড়িয়ে পড়ে চারদিকে। সম্প্রতি আবুল খায়ের কোম্পানির দেওয়া আটটি সিলিন্ডার ওই কক্ষে ছিল। এরমধ্যে একটির বিস্ফোরণ ঘটে। বাকি সাতটি অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বাহারুল আলম বলেন, সিলিন্ডার বিস্ফোরণে তাৎক্ষণিক আতঙ্ক সৃষ্টি হলেও কারও কোনো ক্ষতি হয়নি। ফায়ার ফাইটাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
হাসান মাহমুদ শাকিল/ওএফ