বিয়ের অনুষ্ঠানে হাজির এসিল্যান্ড, পালিয়ে গেলেন অতিথিরা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার উত্তরফুলদি গ্রামে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যে বুধবার (০৪ আগস্ট) মেয়ের বিয়ের আয়োজন করেন স্থানীয় লোকমান হোসেন। খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সৈয়দা ইয়াসমিন সুলতানা বিয়ে বাড়িতে হাজির হন। বন্ধ করে দেন বিয়ের সব আয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তরফুলদী গ্রামের বিয়ে বাড়িতে উপস্থিত হন এসিল্যান্ড। এ সময় প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আয়োজনে যোগ দেওয়া অতিথিরা পালিয়ে যান। পরে বাড়িতে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন এসিল্যান্ড।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। তারপরও যারা সরকারি আদেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় ইউপি সদস্য দুলাল ও করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওজিদুর রহমান উপস্থিত ছিলেন।
ব.ম শামীম/আরএআর