চাঁদপুরে করোনা শনাক্তের রেকর্ড, ৭ জনের মৃত্যু
চাঁদপুরে এক দিনে রেকর্ড ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এর মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন এবং তিন জনের দেহে করোনার উপসর্গ ছিল। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানিয়েছেন।
এদিকে চাঁদপুরে সর্বোচ্চ ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। ১০৪৪টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭.৭ শতাংশ। চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ এসব তথ্য জানান।
সিভিল সার্জন আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০২ জন, হাজীগঞ্জের ৩৯ জন, ফরিদগঞ্জের ৫২ জন, মতলব উত্তরের ৩৫ জন, শাহরাস্তির ৫১ জন, কচুয়ার ৪৮ জন, হাইমচরের ২১ জন, শরীয়তপুরের দুই জন ও রায়পুর (লক্ষ্মীপুর) তিন জন রয়েছে।
শরীফুল ইসলাম/এসএসএইচ