টাঙ্গাইলে মাছ ধরে ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাড়ির পাশে মাছ ধরে সড়ক পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন ও তার স্ত্রী বাড়ির পাশে সড়ক পার হয়ে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে বাড়ি ফেরার জন্য সড়ক পার হতেই জামালপুরগামী আকিজ গ্রুপের কোমল পানীয় ভর্তি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।
এ সময় কার্ভাড ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরেই উল্টে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ছাড়া সড়কের উপর উল্টে যাওয়া কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া ঢাকা পোস্টকে জানান, ঘটনার পরপরই গাড়িচালক ও সহকারী পালিয়ে গেছেন। গাড়িটি সড়ক থেকে সড়িয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি।
অভিজিৎ ঘোষ/এনএ