মধ্যরাতে বাজারে আগুন, ১০ দোকান পুড়ে ছাই
হবিগঞ্জের মাধবপুরে মধ্যরাতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- ডা. হামিদের ফার্মেসি, আলি আকবরের মুদির দোকান, আবু মিয়ার দুটি সেলুন, হাবিব মিয়ার চায়ের দোকান, মিজান ও ইছুব মিয়ার চায়ের দোকান এবং সাগর আলি মেম্বারের একটি অফিস ঘর।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
স্থানীয়রা জানান, জেলার মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারে রাত সাড়ে ১০টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিখান শিখা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
মোহাম্মদ নূর উদ্দিন/এসপি