জনপ্রশাসন পদক পেলেন ডিসি হারুন-অর-রশীদ
স্থানীয় উদ্যোগে পিপিপি মডেলের অনুসরণে জনসাধারণ তথা যুব সম্প্রদায়ের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আধুনিক মানের সুইমিংপুল, জিমনেশিয়াম এবং মিনি লাইব্রেরি স্থাপনের জন্য ২০২০ সালের জেলা পর্যায়ে নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর রশীদ ও তার দল ‘টিম নওগাঁ’ দলগত শ্রেণিতে (সাধারণ) জনপ্রশাসন পদক পেয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টায় রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক ২০২০-২১ প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ সময় সৃজনশীল কাজে উৎসাহিত করতে ৩২ জন সরকারি কর্মকর্তা (দলগত ক্ষেত্রের সবাই) ও তিনটি প্রতিষ্ঠানকে ২০২১ ও ২০২০ সালের জনপ্রশাসন পদক দিয়েছে সরকার।
জেলা প্রশাসক মো. হারুন-অর রশীদ তার দলকে অভিনন্দন জানিয়েছেন! একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের প্রতি, যারা এ উদ্যোগে স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন।
শামীনূর রহমান/এনএ