নৌকায় সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ ভ্রমণ, ১১ তরুণকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে কঠোর লকডাউন উপেক্ষা করে মেঘনা নদীতে নৌকায় সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ ভ্রমণ করায় দুটি নৌকার ১১ তরুণকে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার মেঘনা নদীর ঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন।
ইউএনও লুবনা ফারজানা জানান, ভৈরব উপজেলায় প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। মেঘনা নদীতে কঠোর লকডাউন উপেক্ষা করে নৌকায় সাউন্ড বক্স বাজিয়ে তরুণদের একটি দল ঈদ আনন্দ উদযাপনে বের হন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি নৌকা আটক করা হয়। পরে নৌকা দুটিতে থাকা ১১ জনকে মোট ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
সরকারের কঠোর লকডাউন বাস্তবায়ন ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসকে রাসেল/আরএআর