ফরিদপুরে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও করোনা উপসর্গ ৫ জন মারা যান। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৩৫৭ জন।
একই সময়ে ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৭ দশমিক ৩৮ শতাংশ। ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর সদরের খায়রুল বাসার (৭৫), রাজবাড়ী সদরের রহিমা বেগম (৬০) এবং মাদারীপুরের শিবচরের হালিম হাওলাদার (৯০)।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে নতুন করে যে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে আলফাডাঙ্গায় ১, ভাঙ্গায় ৫, নগরকান্দায় ৪, সদরপুরে ৬, চরভদ্রাসন ২, মধুখালীতে ২, সালথায় ৫ ও সদরের ৯২ জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী আছেন ২৬৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৫৭ জন।
এনএ