পদ্মা সেতুর সেই পিলার পরিদর্শন করল মন্ত্রণালয়ের টিম
পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে রো রো ফেরি শাহ্ জালালের ধাক্কার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি টিম। শনিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে রো রো ফেরি শাহ্ পরানে চড়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।
এ সময় সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির পরিচালক (অর্থ) শাহীনুর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী, এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান ও পদ্মা সেতু সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলী জানান, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরিতে চরে ১৭ নম্বর পিলারসহ সেতুর সার্বিক অগ্রগতি পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (সার্বিক) দেওয়ান মো. আব্দুল কাদের ঢাকা পোস্টকে বলেন, সেতুর ১৭ নম্বর পিলারসহ পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি পরিদর্শন করেছে সেতু বিভাগ।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি শাহ্ জালাল। ফেরিতে তখন ৩৮টি যানবাহন ও শতাধিক যাত্রী ছিল। এতে আহত হন ফেরির প্রায় ২০ যাত্রী। এ ঘটনায় ফেরির মাস্টার মো. আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ব.ম শামীম/আরএআর