শ্রীপুরে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ
গাজীপুরের শ্রীপুরে জুন মাসের বকেয়া, চলতি অর্ধ মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বুধবার (১৪ জুলাই) দুপুরে শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা লাক্সমা ইনওয়্যার লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলন করেন।
কারখানার শ্রমিক মাহমুদা, রফিকুল, সোহেব জানান, কারখানায় ১ হাজার ৫০০ জন শ্রমিক রয়েছেন। জুন মাসে ১৫০ জন শ্রমিকের বেতন একাধিক তারিখে দিলেও বুধবার পর্যন্তও পরিশোধ করতে পারেনি। কর্তৃপক্ষ ঈদ বোনাস ১৯ জুলাই দেওয়ার কথা জানালেও আমরা ঈদ বোনাস কয়েক দিন আগে ও জুলাইয়ের অর্ধেক মাসের বেতন দেওয়ার দাবি জানাচ্ছিলাম।
তারা আরও বলেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি কর্ণপাত করছিলেন না। তাই আমরা শান্তিপূর্ণ কর্মবিরতি করছিলাম। এ সময় হঠাৎ বহিরাগত কিছু লোক আমাদের আন্দোলনে এসে হামলা চালায়। পরে অন্য শ্রমিকরা বাইরে থেকে কারখানার উদ্দেশ্যে ইট নিক্ষেপ করে।
শ্রীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন বলেন, বিজিএমইএর নির্দেশনা মোতাবেক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করার জন্য কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
শিহাব খান/এমএসআর