জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে আরও একটি বাড়ি ঘেরাও
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রোববার (১১ জুলাই) দিবাগত রাত ১২টায় সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের মদনপুরের কাজীপাড়ায় আরও একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্য রয়েছে, কাজীপাড়ার বাসাটি একটি জঙ্গি আস্তানা। সেই তথ্যের ওপর ভিত্তি করেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহ এ বাড়িটিতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সিটিটিসি।
এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে সন্ধ্যা থেকে জেলার আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও এলাকার একটি বাড়ি ঘিরে রাখে সিটিটিসি। পরে রাত সাড়ে দশটার দিকে অভিযান শুরু হয়। বম্ব ডিজপোজাল ইউনিট তিনটি বোমা নিষ্ক্রিয় করে এবং একজনকে গ্রেফতার করে। বোমা নিষ্ক্রিয়কালে বিকট আওয়াজ পাওয়া যায়।
এমএসি/রাজু আহমেদ/আরএইচ