ঝিনাইদহে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। শনিবার (১০ জুলাই) তিনি প্রকল্প পরিদর্শনে যান এবং উপকারভোগীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।
জেলা প্রশাসক সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৪৬টি এবং হরিণাকুন্ডু উপজেলার ৪০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হয় ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল ও ২ কেজি লবণ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এসব পরিবারের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। ঘর পেয়ে আশ্রয়ণের বাসিন্দারাও জেলা প্রশাসকের কাছে আনন্দ প্রকাশ করেন।
আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে তারা অনেক কষ্ট করেছেন। তাদের আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর কারণে তারা আশ্রয় পেয়েছেন। ঘরে বসেই খাবার পেয়েছেন। এখানে পানি, বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। তাদের কোন সমস্যা নেই।
সদর উপজেলার পাগলাকানাই, বেড়বাড়ি ও বাড়িবাথান ও হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী উপহার নিয়ে যান জেলা প্রশাসক।
আরএইচ