রামুতে তরুণীকে অ্যাসিড নিক্ষেপ, প্রধান অভিযুক্ত আটক
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় প্রধান অভিযুক্ত নুরুল আবছার ভুট্টুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ জুলাই) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম।
আটক নুরুল আবছার রামুর গর্জিনিয়ার মাঝিরঘাট এলাকার বাদশা মিয়ার ছেলে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম ঢাকা পোস্টকে বলেন, অ্যাসিড নিক্ষেপের এই নৃশংস ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অ্যাসিড নিক্ষেপকারীদের আটক করতে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে রাত ১১টার দিকে প্রধান অভিযুক্ত নুরুল আবছারকে আটক করতে সক্ষম হয়। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।
এদিকে প্রধান অভিযুক্ত নুরুল আবছার ভুট্টুসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী তরুণীর বাবা।
উল্লেখ্য, প্রতিদিনের মতো মঙ্গলবার (৬ জুলাই) ভোরে মায়ের সঙ্গে বসতঘরের পাশে টয়লেটে যান ওই তরুণী। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। মায়ের পাহারাও তাকে রক্ষা করতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অ্যাসিডে মুখের এক পাশ পুরোটাই ঝলসে গেছে ওই তরুণীর। প্রথমে তাকে রামু স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী শুক্রবার তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা ছিল।
মুহিববুল্লাহ মুহিব/এসপি