৯৯৯-এ মেয়ের ফোন, ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার
কক্সবাজারের মহেশখালীতে ধর্ষণচেষ্টার সময় ৯৯৯-এ ফোন করে বাবাকে পুলিশে দিয়েছেন ১৩ বছর বয়সী কন্যা শিশু। মঙ্গলবার (৬ জুলাই) নিজ বাড়ি থেকে শিশুর বাবাকে (৪৫) গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর মা বেঁচে নেই। যৌন নিপীড়নের বিষয়টি প্রথমে তার ভাইকে জানায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আইনি সহায়তার জন্য ৯৯৯-এ ফোন করে শিশুটি। ডাক্তারি পরীক্ষা করা শেষে বর্তমানে শিশুটি বাড়িতে রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে পিতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই।
তিনি ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানায়, মহেশখালীতে এক পিতা ১৩ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করে। অভিযোগটি জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার তাৎক্ষণিক মহেশখালী থানাকে অবহিত করে। দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়। পরে পুলিশের একটি দল অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
ওএফ