৩ মাস আগে মোবাইলে বিয়ে, নববধূর আত্মহত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩ জুলাই) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। শুক্রবার গভীর রাতে ডুমুর ইছা গ্রামে বাবার বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
নিহত পলি খাতুন (১৮) খাতুন উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামের মোজ্জাম্মেল শেখের মেয়ে।
বহুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল শেখ ঢাকা পোস্টকে বলেন, প্রায় তিন মাস আগে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের সঙ্গে অনলাইনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। ঘটনার দিন স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শুভ কুমার ঘোষ/এসপি