পরীমণির মামলায় সাভার থানায় রিমান্ডে নাসির-অমি
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে পাঁচদিনের রিমান্ডে সাভার মডেল থানায় আনা হয়েছে। বুধবার (২৩ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের জন্য রাতে তাদের সাভার মডেল থানায় আনা হয়।
এর আগে পরীমণির দায়ের করা মামলার শুনানি শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের দুজনকে সাভার থানায় নেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে গাড়ি ছাড়ে। রাত সাড়ে ৮টার দিকে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে বহনকারী গাড়িটি সাভার মডেল থানা চত্বরে এসে পৌঁছায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, পরীমণি মামলা দায়ের করার পরই গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আজ তাদের আদালতে তোলা হলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানায় আনা হয়েছে।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে মাদক মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির সাতদিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
প্রসঙ্গত, গত ৮ জুন রাতে পরীমণি ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগে তোলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। গত ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি।
মাহিদুল মাহিদ/আরএআর