ছাত্রদল-পুলিশের সংঘর্ষ, আহত ২০
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে সমাবেশে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দক্ষিণ চরকালিবাড়ি দাখিল মাদরাসা মাঠে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন ও পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ওই মাঠে সমাবেশের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় অনুষ্ঠান শেষ করতে বলায় ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
ওসি ফিরোজ তালুকদার আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে বিএনপি-ছাত্রদলের সাতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এদিকে ছাত্রদল নেতাদের দাবি, বিনা উসকানিতে পুলিশ তাদের সভায় হামলা করে সভা পণ্ড করে দিয়েছে। একইসঙ্গে নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ ও লাঠিচার্জ করেছে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি মাজেদুর রহমান রুমন, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ হাবিব, বিভাগীয় সহসাংগাঠনিক সম্পাদক নাইমুল করিমসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলে তাদের সভা দ্রুত শেষ করতে বলা হয়েছিল। পরে ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উবায়দুল হক/এমএসআর