ফরিদপুরে করোনায় আরও তিনজনের মৃত্যু
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ নিয়ে ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৯০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৩৪ জন।
বুধবার (১৬ জুন) রাত ১১টা এবং বৃহস্পতিবার (১৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এই তিনজন মারা যান। তাদের বাড়ি ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১০২ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।
জেলা সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় কঠোর লকডাউনের কথা ভাবা হচ্ছে।
এমএসআর