১০০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ১৪৩, মৃত্যু ৫
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ দিন দিন বেড়েই চলেছে। শুক্রবার (১১ জুন) সকাল পর্যন্ত ১০০ শয্যার এই হাসপাতালে ভর্তি ছিল ১৪৩ জন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। এ কারণে শয্যা খালি সাপেক্ষে নতুন রোগী ভর্তি করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা জেলা ও মহানগরীতে করোনা শনাক্তের হার ৩৫ শতাংশ।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন এবং খুমেক হাসপাতালের আরএমও সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মধ্যে তিনজন করোনায় এবং দুইজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজনের বাড়ি বাগেরহাট জেলায় ও একজনের বাড়ি সাতক্ষীরায়।
ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ‘এখানে ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে। শয্যা খালি হওয়া সাপেক্ষে নতুন রোগী ভর্তি নেওয়া হবে। বর্তমানে রেড জোনে ৬১ জন, ইয়েলো জোনে ৩০, হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ৩২ জন ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও জেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ডাক্তার মেহেদী নেওয়াজ বলেন, করোনা ইউনিটে রোগী ভর্তি বন্ধ নয়, শয্যা খালি হওয়া সাপেক্ষে ভর্তি চলছে।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেলা ও মহানগরীতে নতুন করে ১৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। খুলনায় মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৫ শতাংশ।
মোহাম্মদ মিলন/এসপি