সাতক্ষীরায় আরও সাতদিনের লকডাউন
করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাতক্ষীরায় চলমান লকডাউনের সময়সীমা আরও সাতদিন বাড়ানো হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বেলা আড়াইটার দিকে এ তথ্য জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এর আগে গত ৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তে ৫ জুন (শনিবার) থেকে জেলায় সাতদিনের লকডাউন শুরু হয়। তবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত।
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। ফলে চলমান লকডাউনের সময়সীমা সাতদিন বাড়ানো হয়েছে। আগামী ১৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
আকরামুল ইসলাম/আরএআর