নেট লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মৃত্যু
বগুড়ায় ইন্টারনেটে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রকি (১৫) নামের এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সকালে জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুঘাট ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ।
নিহত রকি সুঘাট ইউনিয়নের সুঘাট গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। সে কল্যাণী হাইস্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, স্কুল বন্ধ থাকায় ব্রডব্যান্ড লাইন নিয়ে সুঘাট বাজার এলাকায় মোবাইলে নেট চালাত। নেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বেলা ১১টায় আওলাকান্দি এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে সংযোগটি ঠিক করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা রকিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি আমরা। এ ব্যাপারে কোনো অভিযোগ বা মামলা হয়নি।
সাখাওয়াত হোসেন জনি/এনএ