নোয়াখালীতে করোনা কেড়ে নিল আরও একজনের প্রাণ
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৪ জনে। এ সময় নতুন করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৫১ জনে। রোববার (৬ জুন) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
ডা. মাসুম ইফতেখার বলেন, নোয়াখালীর ল্যাবে ৩৯৭ নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৭১ জন, বেগমগঞ্জের ১০ জন, সোনাইমুড়ীর একজন, চাটখিলের তিনজন, সেনবাগের পাঁচজন, কোম্পানীগঞ্জের দুইজন ও কবিরহাট উপজেলার একজন রয়েছেন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৪ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০১ জন।
এ নিয়ে নোয়াখালীতে করোনাভাইরাসে মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ১৫১ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ২৭৭ জন আর বিভিন্ন উপজেলার ৫ হাজার ৮৫২ জন।
হাসিব আল আমিন/এমএসআর