নোয়াখালীতে চলছে কঠোর লকডাউন
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার (৫ জুন) থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬ ইউনিয়নে এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিনে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৫ জুন) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ঢাকা পোস্টকে বলেন, পৌর এলাকা ও সদর উপজেলায় পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খানের নির্দেশে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দুপুর পর্যন্ত ৫টি অভিযান পরিচালনা করে ২৬টি মামলায় ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, যেহেতু দীর্ঘদিন ধরে করোনাকাল অতিবাহিত হচ্ছে তাই জনসাধারণ আগের তুলনায় অনেক বেশি সচেতন। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে পুলিশের প্রশাসন তৎপর রয়েছে।
জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, লকডাউন কার্যকর করতে একাধিক ভ্রাম্যমাণ আদালতের দল মাঠে কাজ করছে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষকে ঘরে রাখতে সব ধরনের কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন।
হাসিব আল আমিন/এমএসআর