ভবেশের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

দিনাজপুরের বিরল উপজেলার আলোচিত ভবেশ রায়ের মৃত্যুর ঘটনায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে ভবেশ রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি চারজনের সাথে তার বাবার সম্পর্ক খুবই ভালো ছিল। মামলার প্রধান আসামি প্রতিবেশী আতিকের কাছে আর্থিক দৈন্যতার কারণে ২৫ হাজার টাকা সুদের ওপরে ধার নিয়েছিলেন। সেই টাকা আদায় করতে গিয়ে ভবেশ রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মানসিক চাপ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।
বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর জানান, ভবেশ রায়ের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।
প্রসঙ্গত, দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশ চন্দ্র রায় নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় প্রতিবেশি চার যুবক ভবেশকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা সাতটায় ওই চার যুবক মুঠোফোনে ভবেশের পরিবারকে তার অসুস্থতার কথা জানায়। রাত সোয়া নয়টায় স্থানীয় বাজার থেকে উদ্ধার করে ভবেশকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহাগ গাজী/এমএএস