আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
বগুড়ায় বাড়ির ছাদে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজা ওরফে রুপল (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুন) বিকেল ৩টার দিকে শহরের স্টেডিয়াম-সংলগ্ন ভিআইপি রোডের নিজ বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রেজা ওরফে রুপল ওই এলাকার খয়বর আলীর ছেলে। বিকেল ৪টার দিকে বাসার তৃতীয়তলার সিঁড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহতের বাবা খয়বর আলী জানান, নিহত রেজা ওরফে রুপল বাসার ছাদে আম পাড়তে উঠেছলে। এ সময় বাসা-সংলগ্ন বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত রেজা ১৪ বছর পূর্বে মালগ্রামের রুবিনা খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে ১২ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। দেড় বছর পূর্বে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেওয়ায় তারা পৃথকভাবে বসবাস করে আসছিলেন।
সন্ধ্যায় এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর