চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ : চার আসামি ফের রিমান্ডে
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ আসামির চারজনের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২ জুন) দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হলে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি হয়। এ সময় একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জবানবন্দি দেওয়া আসামিরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) ও বগুড়ার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪)।
এছাড়াও ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়ার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫) ও দুপচাঁচিয়ায থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলামের (৪০) আবার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পুলিশ জানায়, গত ২৮ মে মধ্যরাতে আশুলিয়ায় চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় রাতে পাঁচজনকে ওই বাস থেকে আটক করা হলেও একজন পালিয়ে যান। পরে রাতেই অভিযান চালিয়ে তাকেও আটক করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে পরদিন পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। শনিবার (২৯ মে) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. শাহাজাদী তাহমিদার আদালতে রিমান্ড শুনানি শেষে পাঁচ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। বুধবার জিজ্ঞাসাবাদ শেষে তাদের আবার পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাকি চারজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয় ।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর মেজবাউদ্দিন আহমেদ জানান, গণধর্ষণের ঘটনায় পাঁচদিনের রিমান্ড চেয়ে পাঁচ আসামিকে ফের আদালতে পাঠায় পুলিশ। এদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়। বাকিদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মাহিদুল মাহিদ/আরএআর