বন্ধুকে আনা হলো না, মাগুরার সড়কে প্রাণ গেল যুবকের

মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। ছাব্বির শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের প্রয়াত ইকরামুল বিশ্বাস দুলুর ছোট ছেলে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের মোটরসাইকেলে করে বন্ধু ইমনকে আনতে বিকেল ৩টার দিকে নিজ বাড়ি সোনাতুন্দী থেকে ওয়াপদা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন ছাব্বির। ওয়াপদা-লাঙ্গলবাঁধ সড়কের কমলাপুর কলেজের সামনে পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে ছাব্বির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর নিয়ে যাওয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
ছাব্বিরের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাছিন জামান/এমজেইউ