বাংলার ঐতিহ্যে সেজেছে পাহাড়ের মহা সাংগ্রাইং উৎসব

বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া খেলা দাড়িয়াবান্ধা, বালিশ খেলা, রশি টানাটানি, তৈলাক্ত বাশ আরোহন, বলি খেলাসহ গ্রাম বাংলার নান্দনিক খেলাগুলো জেগে উঠেছে এবারের বৈশাখে সাংগ্রাইং উৎসবকে কেন্দ্র করে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলার ঐতিহাসিক রাজার মাঠে মহা সাংগ্রাইং পোয়ে ২০২৫ উপলক্ষে ঐতিহ্যবাহী এসব লোকজ ক্রীড়ার আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন এলাকার দূরদূরান্ত খেলা দেখতে আসা দর্শনার্থীদের ভিড় জমে রাজার মাঠের চারপাশে। দীর্ঘদিন পর পাহাড়ের মানুষ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এসব নান্দনিক লোকজ খেলাগুলোতে অংশগ্রহণ ও উপভোগ করতে পারায় আনন্দ প্রকাশ করেন।
আরও পড়ুন
শুরুতেই পাহাড়ের ঐতিহ্যগত সংগীতের তালে নেচে-গেয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে পরে শুরু হয় গ্রামবাংলার ঐতিহ্যগত দাড়িয়াবান্ধা, বালিশ খেলা, দড়ি টানাটানি, বলি খেলাসহ লোকজ খেলাগুলো।
এ সময় প্রধান অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিব ইবনে রেজওয়ান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জোন কমান্ডার এ এস এম মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, আবদুল করিম, উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমাসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংগ্রাইং উৎসব শুরু হয় চলতি মাসের ১৩ তারিখ, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। আগামীকাল ১৬ এপ্রিল একই স্থানে শুরু হবে সাংগ্রাইং উৎসবের মূল আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি। কর্মসূচির মধ্যে শেষ তিন দিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি।
আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোক সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য তুলো উৎসবের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদকে ধন্যবাদ জানান প্রধান অতিথি ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিব ইবনে রেজওয়ান।
মো. শহীদুল ইসলাম/এএমকে