ভারী বৃষ্টিপাতের শঙ্কায় সুনামগঞ্জে তিন অধিদপ্তরের ছুটি বাতিল

সুনামগঞ্জে আগাম ভারী বৃষ্টিপাতের শঙ্কায় হাওরের ফসল রক্ষায় প্রস্তুত রয়েছে প্রশাসন। আগামী ১৮ এপ্রিল থেকে জেলায় সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এবং এখনো শতভাগ ধান কাটা শেষ না হওয়ায় তিনটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরের সব ধরনের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন সাংবাদিকদের বলেন, আগাম বৃষ্টিপাত হাওরের ধানের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। এ অবস্থায় জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, হাওরের ধান ইতোমধ্যেই ঝুঁকির মধ্যে রয়েছে। ১৮ এপ্রিল থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই কৃষকদের প্রতি অনুরোধ, ধান পাকা মাত্রই দ্রুত কাটুন। একদিন দেরি মানে বড় ক্ষতি।
আরও পড়ুন
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ছে। এতে করে নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমা অতিক্রম করবে না বলে ধারণা করা হচ্ছে। তবে যেহেতু বৃষ্টিপাত হতে পারে, তাই হাওরের নিচু জমিগুলোতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। সব পক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ ঢাকা পোস্টকে বলেন, ধান এখনো পুরোপুরি পাকেনি তবে এ পর্যন্ত জেলায় মাত্র ৮.১ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ১৩ হাজার ৫৯৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে এবং হাওরে ১৫০টি কম্বাইন হারভেস্টার ধান কাটার কাজ করছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা মাঠপর্যায়ে তদারকি জোরদার করেছি। আগামী ১৮ এপ্রিলের আগেই আরও ৬-৭ শতাংশ ধান কাটার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে সময় বেশি নেই, দ্রুত ধান কাটতে হবে।
তামিম রায়হান/এএমকে