রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে হাজার বছরের পুরানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গ্রাম বাংলার এই প্রাচীন খেলা দেখার জন্য বিকেলে ভিড় করেন কয়েকশত মানুষ। ঢাক-ঢোল আর সানাইয়ের বাজনার তালে তালে খেলোয়াররা লাঠি হাতে নাচ ও কসরত দেখিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
ঐতিহ্যবাহী এ খেলা দেখতে আসে শিশু থেকে বৃদ্ধ বয়সের সবার দাবি ঐতিহ্যবাহী এই খেলা আয়োজন যেন অব্যাহত থাকে। যাতে নতুন প্রজন্ম লাঠিবাড়ি খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে।
দর্শনার্থী তৌহিদ বলেন, এরকম ঐতিহ্য বহন করা খেলাটি প্রায় হারিয়ে গেছে, তাই পরবর্তী সময়ে যেন এ ধরনের খেলা আয়োজন করা হয় সেই দাবি জানাই। আমরা যুবসমাজের যারা আছি তারা দাবি করছি যাতে করে এই খেলাটা প্রতি বছর করা হয়। এমন আয়োজন করায় ধন্যবাদ জানাই জেলা বিএনপির নেতাকর্মীদের।
আরেক দর্শনার্থী রানা বলেন, আমি ঢাকাতে থাকি। এই প্রথম দেখলাম লাঠি খেলা। আয়োজকদের ধন্যবাদ জানায়। তবে ছোট একটি ছেলে আর তার বাবার যে খেলা সেটি ছিল সেড়া। সবার খেলাই ভালো লাগছে।
লাঠিয়াল বাচ্চু ও কামাল বলেন, বাপ-দাদাকে দেখেছি এই খেলা খেলতে তাই এই খেলা শিখেছি। এই লাঠিবাড়ি খেলা খেলে অনেক আনন্দ পাই।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, সহ-সভাপতি হীরা শেখসহ জেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে